
সাজা মওকুফ করে এক আদেশে ২৯ জন কারাবন্দিকে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ। রোববার কারা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কারাগারে আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে যারা সাজা রেয়াতসহ ২০ বছর অতিবাহিত করেছেন, তাদের মধ্যে আরও ২৯ জন বন্দিকে সরকারের নির্দেশে কারা বিধি ৫৬৯ ও ফৌজদারি কার্যবিধি ৪০১(১)-এর অধীনে অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
২০২৫ সালে এই পর্যন্ত মোট ১০৭ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দিকে একই নিয়মে মুক্তি দেওয়া হলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের সদাশয় নীতির অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে, যাতে নির্দিষ্ট সময়ের বেশি শাস্তি ভোগ করা বন্দিরা পুনর্বাসনের সুযোগ পান।
Comments