
ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মস্কোর যে কোনও পদক্ষেপকে নিঃশর্ত সমর্থন জানাতে প্রস্তুত আছে পিয়ংইয়ং। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে শনিবার আয়োজিত এক বৈঠকে এ কথা বলেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য তিনদিনের সফরে কিমের দেশে গেছেন ল্যাভরভ। এ বৈঠক সম্পর্কে উত্তর কোরীয় সংবাদমাধ্যম কেসিএনএতে রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দ্রুত পরিবর্তনশীল বিশ্ব রাজনীতিতে রাশিয়া ও উত্তর কোরিয়ার যৌথ পদক্ষেপ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা সুরক্ষায় বড় অবদান রাখবে বলে ল্যাভরভের কাছে আশা প্রকাশ করেছেন কিম।
তিনি আরও বলেন, ইউক্রেন সংকটের মূল কারণ দূর করতে রাশিয়া যে ব্যবস্থাই গ্রহণ করুক, সেগুলোর প্রতি উত্তর কোরিয়ার পূর্ণ সমর্থন রয়েছে।
ওনসান শহরে এই বৈঠক আয়োজিত হয়। আলাপ চলাকালে দু’দেশের সম্পর্ককে ‘অজেয় যুদ্ধ ভ্রাতৃত্ব’ বলে অভিহিত করেন ল্যাভরভ। ইউক্রেন যুদ্ধে সহায়তার জন্য কিমের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে গত বছর স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিসহ সামগ্রিক অংশীদারিত্বকে আরও জোরদার করা হবে।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সেনা ও অস্ত্র দিয়ে মস্কোর সহায়তা করেছে পিয়ংইয়ং এবং ভবিষ্যতেও আরও সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে।
রাশিয়ার কুরস্ক অঞ্চলে অবকাঠামো পুনর্গঠনে সহায়তার জন্য উত্তর কোরিয়া প্রায় ছয় হাজার সামরিক প্রকৌশলী ও নির্মাণকর্মী পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া গত দুই বছরে পিয়ংইয়াং ইউক্রেন যুদ্ধকে সমর্থন করতে রাশিয়ায় ১০ হাজারের বেশি সেনা ও অস্ত্র পাঠিয়েছে।
কিমের সঙ্গে সাক্ষাতের আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী চো সন হুইয়ের সঙ্গে বৈঠক করেছেন ল্যাভরভ। তখন দুদেশের মধ্যে সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পারস্পরিক সমর্থনের অঙ্গীকার করা হয়।
Comments