Image description

রংপুরের পীরগাছা উপজেলায় বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে উল্টে পড়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন।বুধবার রাত ১১টায় পীরগাছা উপজেলার দেউতি সড়কের বেলতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন।

এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় বাসিন্দরা জানান, রংপুর সিটি করপোরেশনের নজিরেরহাট এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী ৫০ থেকে ৬০ জন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলতলী এলাকায় একটি বিয়ে বাড়িতে বৌভাতে বাসে করে গিয়েছিলেন। সেখানে দাওয়াত খেয়ে ফেরার পথে পীরগাছা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলা বাজারে জব্বারের দোকান সংলগ্ন এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

পরে তাৎক্ষণিক এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করেন। এখনও পুরোপুরি উদ্ধার কাজ শেষ হয়নি।

এ বিষয়ে পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন বলেন, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসটি এখনও পুকুরে পড়ে আছে।