
২০২৬ সালের ফিফা বিশ্বকাপের জন্য প্রস্তুতি চলছে পুরোদমে, টুর্নামেন্ট শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। তবে এরই মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন জার্সি ঘিরে আলোচনার ঝড় উঠেছে ফুটবল বিশ্বে। ২০২৬ সালের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর—ফিফা বিশ্বকাপ।
আর তার এক বছর আগেই আলোচনায় উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাব্য জার্সি। ক্রীড়াভিত্তিক পোশাকের বিশেষজ্ঞ ওয়েব পোর্টাল ‘দ্য অপালিক’-এর দাবি অনুযায়ী, আর্জেন্টিনার নতুন বিশ্বকাপ জার্সির ছবি ইতিমধ্যেই ফাঁস হয়েছে। দেশটির খ্যাতনামা ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস-ও সম্ভাব্য জার্সিটির সত্যতা মেনে নিয়েছে।
নতুন জার্সিতে আর্জেন্টিনার চিরাচরিত আকাশি-সাদা রঙের প্রাধান্য বজায় থাকলেও, নকশায় এসেছে উল্লেখযোগ্য ভিন্নতা। জার্সির সামনের অংশে রয়েছে তিনটি লম্বালম্বি স্ট্রাইপ, যেখানে ব্যবহৃত হয়েছে তিন ধরনের নীল রঙ হালকা, মাঝারি ও গাঢ়। এর মাঝে আকাশি রঙটি থাকছে কেন্দ্রে। বাইরের অংশে সাদা রঙের পটভূমিতে গাঢ় নীল রঙের প্রলেপ, যা এক ভিন্ন মাত্রার চিত্র ফুটিয়ে তুলেছে।
এভাবে তিন রকম নীলের এই ডিজাইন আর্জেন্টিনার ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপ জয়ের স্মৃতিকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি এক আধুনিক ছোঁয়াও বহন করছে। জার্সির গলায় থাকছে ‘ডার্ক ব্লু’ রঙের ভি-আকৃতির ডিজাইন, যা জার্সির হাতায়ও পুনরাবৃত্ত হয়েছে। এ ছাড়া অ্যাডিডাসের চিরচেনা তিনটি কালো স্ট্রাইপ এবার দেখা যাবে কাঁধের অংশে।
‘দ্য অপালিক’-এর তথ্যমতে, আকাশি ও সাদার পাশাপাশি এবার জার্সিতে ‘নেভি ব্লু’ রঙের আধিক্য লক্ষ্য করা যাবে। বুকের ডান পাশে থাকবে স্পনসর অ্যাডিডাসের লোগো, মাঝখানে ফিফা ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল লোগো এবং বাম পাশে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) তিন তারকাখচিত সোনালি শিল্ড।ফুটবলাররা পরবেন জার্সির সঙ্গে মানানসই নেভি ব্লু শর্টস ও লম্বা মোজা।
আগামী বিশ্বকাপে অংশ নিচ্ছে রেকর্ড ৪৮টি দল, যেখানে এরই মধ্যে কোয়ালিফাই করেছে ১০টি দেশ। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবচেয়ে আগে বিশ্বকাপে টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের পর বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ব্রাজিল ও ইকুয়েডর।
প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে উজবেকিস্তান ও জর্ডান। স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।ইতিমধ্যে আর্জেন্টিনা ছাড়াও কোয়ালিফাই করেছে ব্রাজিল, ইকুয়েডর, ইরান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, জর্ডান, কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। আগামী বিশ্বকাপে মোট খেলবে ৪৮টি দলফিফার ইতিহাসে সর্বোচ্চ।
২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ৩৬ বছরের শিরোপা খরা ঘোচানো আর্জেন্টিনা এবার নতুন চ্যালেঞ্জে নামছে ভিন্ন ডিজাইনের জার্সিতে। ফুটবলপ্রেমীদের এখন অপেক্ষা এই জার্সি কতটা সৌভাগ্য বয়ে আনে লিওনেল স্কালোনির দলটির জন্য। আর্জেন্টিনার সামনে এবার রেকর্ড ধরে রাখার চ্যালেঞ্জ। নতুন জার্সিতে তারা কতটা উজ্জ্বল হয়, সেটা এখন সময়ের অপেক্ষা।
Comments