গাজায় গণহত্যার বিরুদ্ধে বিশ্বকে সরব হওয়ার আহ্বান ব্রাজিল প্রেসিডেন্ট লুলার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের চলমান কর্মকাণ্ডকে 'গণহত্যা' উল্লেখ করে এর বিরুদ্ধে বিশ্বকে নীরব না থাকার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। গতকাল রোববার (৬ জুলাই) রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি এই মন্তব্য করেন।
প্রেসিডেন্ট লুলা বলেন, "ইসরায়েল যে গাজায় গণহত্যা চালাচ্ছে, নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করছে এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে, আমরা এ ব্যাপারে উদাসীন থাকতে পারি না।" তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন কাতার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা পুনরায় শুরু করেছে। হামাস সম্প্রতি জানিয়েছে যে তারা যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি সংক্রান্ত একটি প্রস্তাবের ব্যাপারে মধ্যস্থতাকারীদের কাছে "ইতিবাচক" জবাব দিয়েছে।
ব্রাজিল শুরু থেকেই গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানিয়ে আসছে এবং যুদ্ধবিরতির পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। এর আগেও প্রেসিডেন্ট লুলা গাজায় ইসরায়েলের আচরণকে "গণহত্যার মতো অপরাধ" বলে উল্লেখ করেছিলেন।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫৭ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এমন পরিস্থিতিতে গত নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া, ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে আন্তর্জাতিক বিচার আদালতে।
Comments