Image description

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে আলাদা সময়ে এই দুর্ঘটনাগুলো ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে রাত ১০টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের নওদাপাড়া এলাকায়। মোটরসাইকেলযোগে কুষ্টিয়া থেকে ফেরার পথে পেছন থেকে দ্রুতগতির একটি পিকআপভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চলের ছেলে রিয়াদ (১৩) নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় তার সঙ্গী পলাশ হোসেনকে (৩৫) হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। পলাশ ফরিদপুর গ্রামের শফিকুল ইসলামের জামাতা এবং চেয়ারম্যানের একটি মুরগির খামারে কর্মরত ছিলেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। নিহতদের পরিবার থেকে কোনো অভিযোগ না পেলেও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

একই রাত সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা থানার প্রধান ফটকের সামনে ব্যাটারিচালিত ভ্যান থেকে পড়ে মারা যান হান্নান হোসেন (৪৭)। তিনি উপজেলার কালিদাসপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, হান্নান একটি ব্যাটারিচালিত ভ্যানে করে আলমডাঙ্গা উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন। থানার সামনে পৌঁছালে একটি গতিরোধকে ওঠার সময় ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে নেওয়ার পথে তিনি মারা যান।

ওসি মাসুদুর রহমান জানান, নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় ভারসাম্য হারিয়ে তিনি পড়ে যান। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।