
ফিলিস্তিনের গাজাজুড়ে ইসরায়েলি হামলায় একদিনে আরও ১১১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ২৪ জন ত্রাণ-প্রত্যাশী। এ নিয়ে দুই দিনে গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৩০০। এ ছাড়া নিহতদের মধ্যে গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক মারওয়ান সুলতানও রয়েছেন। এদিকে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া ৬০ দিনের প্রস্তাব পর্যালোচনা করছে হামাস।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ৬০ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। প্রতিদিনই প্রাণ হারাচ্ছে শতাধিক ফিলিস্তিনি। এদের মধ্যে অনেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছে। বুধবার গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক মারওয়ান সুলতানের বাড়িতে হামলা চালায় আইডিএফ। এতে পরিবারের কয়েকজন সদস্যসহ প্রাণ হারান মারওয়ান।
এদিন, গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনা হতাহতের ঘটনাও ঘটেছে। এ নিয়ে উপত্যকায় ইসরায়েলি সেনা নিহত বেড়ে দাঁড়িয়েছে ৮৮১ জন।
এদিকে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দুই মাসের প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। কাতার ও মিশরের কর্মকর্তাদের কাছ থেকে এরই মধ্যে প্রস্তাবটি পাওয়ার কথা জানিয়েছে তারা। যদিও, গাজা থেকে ইসরায়েলের সব সেনা প্রত্যাহারের দাবি পুনর্ব্যক্ত করেছে হামাস।
অন্যদিকে, যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলেও, হামাসকে নির্মূল করতে হবে বলে আবারও মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
Comments