Image description

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় এইচএসসি সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে একই কলেজের ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, দায়িত্বে অবহেলার কারণে ৬ জন কক্ষ পরিদর্শককেও অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ইংরেজি ২য় পত্রের পরীক্ষা চলাকালীন বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বহিষ্কৃত ১০ জন পরীক্ষার্থীই বারহাট্টা সরকারি কলেজের শিক্ষার্থী। এদের মধ্যে ৯ জন স্মার্টফোন ব্যবহার করে নকল করছিলো এবং একজন হাতে লেখা নকলসহ ধরা পড়েছে। তাদের মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে।

ইউএনও আরও জানান, বহিষ্কৃত পরীক্ষার্থীরা চলতি বছর আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবে না।

জানা গেছে, পরীক্ষা শুরু থেকেই এই শিক্ষার্থীরা মোবাইল ফোন দেখে দেখে নকল করছিলো। এর আগেও এই কেন্দ্রে অসদুপায়ে পরীক্ষা দেওয়ার অভিযোগ রয়েছে। এ কারণেই পরীক্ষার্থীদের পাশাপাশি কক্ষ পরিদর্শকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।