Image description

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ছাত্রদল নেতা দুই ভাইয়ের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া কিল্লা গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, পুরোনো বিরোধের জেরে এক ব্যক্তিকে সালিশে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়। হামলাকারীরা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং লুটপাট করে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।

ভুক্তভোগীদের ভাষ্য, হামলায় নেতৃত্বদানকারীরা আওয়ামী লীগের স্থানীয় নেতা।

এলাকাবাসী জানায়, খোলপেটুয়া কিল্লা এলাকার মো. হালিম খানের ছেলে ইমরান হোসেন গাবুরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। তাঁর অপর ছেলে আব্দুল কাদের একই সংগঠনের সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সহসাংগঠনিক সম্পাদক। হালিমের ভাই হাবিবুল্লাহ খান একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। 

ইমরান হোসেনের দাবি, মঙ্গলবার বিকেলে ইটভাটার টাকা নিয়ে একটি বিরোধের সালিশ বসে কিল্লা মোড়ে। সেখানে ছিলেন তাঁর চাচা ইউপি সদস্য হাবিবুল্লাহ খান। পুরোনো বিরোধের জেরে তাঁর ওপর হামলার চেষ্টা করেন ২০২৪ সালে সংঘটিত আবুল কাশেম কাগুচী হত্যা মামলার আসামি বুলবুলি গাজী। এ সময় উপস্থিত লোকজনের সামনেই বুলবুলিকে মারধর করেন হাবিবুল্লাহ। 

এ খবর ছড়িয়ে পড়লে বুলবুলির পক্ষ নিয়ে তাঁর স্বজনরা সংঘবদ্ধ হয়ে আবু মুছা গাজী ও লোকমান হোসেনের নেতৃত্বে হাবিবুল্লাহর ওপর হামলার চেষ্টা করেন। তিনি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান জানিয়ে ইমরান বলেন, ঘটনাস্থলের কাছাকাছিই তাদের বাড়ি। যে কারণে উত্তেজিত লোকজন তাদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এতে নেতৃত্ব দেওয়া লোকমান হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুছা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, বিচারস্থলে বুলবুলিকে পেয়ে পুরোনো বিরোধের জেরে ইউপি সদস্য হাবিবুল্লাহর নেতৃত্বে ভয়াবহ নির্যাতন চালানো হয়। তাঁর অবস্থার অবনতি হলে স্বজনরা বিক্ষুব্ধ হয়ে ইউপি সদস্যের দুই ভাতিজার বাড়িতে হামলা করে। 

আবু মুছা গাজীও একই রকম দাবি করেন। তিনি বলেন, ‘বুলবুলিকে মারার ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন ইমরান ও কাদেরকে খুঁজতে বাড়িতে যায়। তবে ভাঙচুর বা লুটপাটের ঘটনা ঘটেনি। বুলবুলির অবস্থা সংকটাপন্ন হওয়ায় অবস্থা বেগতিক দেখে ইমরান ও তাঁর ভাই বিভ্রান্তি ছড়াচ্ছেন।’ 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহত বুলবুলিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে।