
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ইব্রাহিম বাবু (৩২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরে সীমান্তের ৭৯ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের প্রায় ২০০ গজ ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম বাবু দামুড়হুদার ঝাঁঝাডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে। তাঁর পরিবারের দাবি, ইব্রাহিম কৃষক। তিনি কোনো চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন না।
নূর ইসলাম বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে আমার ছেলে বাবুসহ চার-পাঁচজন গরুর জন্য ঘাস কাটতে সীমান্তসংলগ্ন গালার মাঠে যায়। অসাবধানতাবশত তারা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৭৯ নম্বর পিলারের কাছাকাছি গুলি ছোড়ে। গুলিতে বাবু ঘটনাস্থলেই প্রাণ হারায়।’
দর্শনা থানার ওসি শহিদ তিতুমীর বলেন, ‘আমরা নিহতের গ্রামে গিয়ে তাঁর পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।’
এ বিষয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, ‘বাবু অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিএসএফের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে। বিজিবি-বিএসএফ পর্যায়ে আলোচনা চলছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ ফেরত আনার ব্যবস্থা করা হচ্ছে।’
Comments