Image description

এই সরকারের সময়েই জুলাই বিপ্লবের ঘোষণা পত্র প্রকাশের দাবি জানিয়েছেন নীলফামারী জেলার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার। এছাড়াও জুলাই সনদ ও ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারও দাবি করা হয়েছে। বুধবার বিকেলে (২ জুলাই) শহরের চৌরঙ্গি মোড়ে এই কর্মসুচি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন, জুলাই যোদ্ধা সংসদের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান ও সদস্য সচিব আব্দুর রফিক, জুলাই যোদ্ধা সাদমান সাফিন জিম ও হামিদুল ইসলাম এবং শাহরিয়ার হাবিল।

জুলাই যোদ্ধা সংসদের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর বলেন, জুলাই যোদ্ধাদের রক্তের উপর দিয়ে এই সরকার গঠিত হয়েছে। আমরা অন্য সরকারের সময় জুলাই বিপ্লবের ঘোষণা পত্র প্রকাশের অপেক্ষায় থাকতে পারি না। অতি অতিদ্রুত ঘোষণা পত্র প্রকাশ করা না হলে আবারো মাঠে নামতে বাধ্য হবো।