Image description

সংস্কার ইস্যুতে কিছু বিষয়ে একমত না হলেও নির্বাচনের দিকে এগিয়ে যেতে বিএনপি ছাড় দিয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। 

তারেক রহমান জানান, ছোট দলের মতামতকে সম্মান জানিয়ে বড় দল হিসেবে বিএনপিকেই সমস্যার সমাধান করতে হবে। এই মুহূর্তে সবচেয়ে বড় ও জনপ্রিয় দল বিএনপি, তাই দলটির কাছে জনগণের প্রত্যাশা অনেক। বিএনপি দেশের স্বার্থে অনেক ছাড় দিয়েছে, ভবিষ্যতেও দিতে প্রস্তুত। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নই। তারপরেও গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষে যাতে তাদের গণতান্ত্রিক চর্চা আবার শুরু করতে পারে তার জন্য আমরা ছাড় দিয়েছি। তার জন্য আমরা চেষ্টা করছি।’

তারেক রহমান আরও জানান, দলের সুনাম যারা নষ্ট করছে তাদের কোনো ছাড় নয়। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করলেই মানুষ সাথে থাকবে, নইলে বিরুদ্ধে দাঁড়াবে। 

মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করেনি বলেই আওয়ামী লীগের পতন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।