Image description

রেফারির শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ল বাংলাদেশের নারী ফুটবলার ও কোচিং স্টাফরা। স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ।

এই জয় বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে। কারণ, যেখানে পুরুষ ফুটবল দল ১৯৮০ সালে প্রথমবার এশিয়া কাপ খেলেছিল, সেখানে নারী ফুটবল দল কখনোই এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলার সুযোগ পায়নি। এই জয়ের ফলে সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নেওয়ার অপেক্ষায়।

প্রথমার্ধে ফ্রি-কিক থেকে ফিরে আসা বল দূরের পোস্ট দিয়ে জালে পাঠান বাংলাদেশি উইঙ্গার। বিরতির পর বক্সের বাইরে থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে দারুণ এক গোল করে স্কোরলাইন ২-০ করেন গত সাফ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। এ নিয়ে দুই ম্যাচে তিন গোল করলেন ঋতুপর্ণা চাকমা। ম্যাচের শেষদিকে বদলি হিসেবে নামা উইন উইনের গোলে ব্যবধান ২-১ করে স্বাগতিক মিয়ানমার। দুই ম্যাচে টানা দ্বিতীয় জয়ে গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে পিটার বাটলারের দল।

নারী এশিয়ান কাপ বাছাইয়ে আট গ্রুপের আট চ্যাম্পিয়ন মূল পর্বে খেলবে। বাংলাদেশ দুই ম্যাচ শেষে ‘সি’ গ্রুপে শীর্ষে রয়েছে। গ্রুপের শেষ ম্যাচ দুর্বল প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের বিপক্ষে জয় পাওয়া অনেকটা অনুমেয়ই। সেই ম্যাচে হারলেও বাংলাদেশের খুব সমস্যা হবে না। মিয়ানমার বাহরাইনকে হারালেও বাংলাদেশের সমান ৬ পয়েন্ট হবে। হেড টু হেড আগে বিবেচনা হওয়ায় বাংলাদেশ গ্রুপ সেরা হবে।

আজ বাহরাইন ও তুর্কমেনিস্তান ম্যাচ ড্র হলে আজই বাংলাদেশের এশিয়া কাপ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে। বাহরাইন জিতলেও বাংলাদেশের এশিয়া কাপ আজ নিশ্চিত হবে। কারণ বাহরাইন পরের ম্যাচে মিয়ানমারকে হারালে ৬ পয়েন্ট হবে। তুর্কমেনিস্তানের কাছে হারলেও বাহরাইনকে হারানোয় হেড টু হেড বিবেচনায় বাংলাদেশ গ্রুপ সেরা।