Image description

গত জুন মাসে বাংলাদেশের সড়কপথে ৬৮৯টি দুর্ঘটনায় ৬৯৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১ হাজার ৮৬৭ জন। অর্থাৎ, এই সময়ে প্রতিদিন গড়ে প্রায় ২৩ জন মানুষ সড়কে প্রাণ হারিয়েছেন। বুধবার (২ জুলাই) রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসের তুলনায় জুনে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ২২.৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ের দুর্ঘটনায় দেশের মানবসম্পদের প্রায় ২ হাজার ৪৬৩ কোটি ২০ লাখ টাকা আর্থিক ক্ষতি হয়েছে।

নিহতদের মধ্যে ১০৪ জন নারী (১৫.০৯%) এবং ১০৯ জন শিশু (১৫.৮২%) রয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়, যেখানে ২২৮ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ৩২.৭৫ শতাংশ। এছাড়া, ১২০ জন পথচারী (১৭.২৪%) এবং ১০৬ জন চালক ও সহকারী (১৫.২২%) নিহত হয়েছেন।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, ৩০৬টি দুর্ঘটনা (৪৪.৪১%) নিয়ন্ত্রণ হারানোর কারণে ঘটেছে, ১৬৭টি (২৪.২৩%) ছিল মুখোমুখি সংঘর্ষ এবং ১২৪টি (১৮%) ছিল পথচারীকে চাপা দেওয়ার ঘটনা। সময় অনুযায়ী, সকালে (২৬.২৬%) ও বিকালে (২০.৭৫%) সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে।

সড়কের ধরন অনুযায়ী, ৪২.৯৬ শতাংশ দুর্ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে এবং ৩৫.২৬ শতাংশ আঞ্চলিক সড়কে। বিভাগভিত্তিক তথ্যে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২০২টি দুর্ঘটনায় ১৮৭ জন নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বেপরোয়া গতি, চালকদের প্রশিক্ষণের ঘাটতি ও মানসিক চাপ, এবং পথচারীদের অসচেতনতাকে দায়ী করেছে। সংগঠনটি শুধু আইন প্রয়োগ নয়, বরং ট্রাফিক ব্যবস্থায় কাঠামোগত সংস্কার এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছে।