Image description

ফিলিস্তিনের গাজায় ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে ইসরায়েল। মঙ্গলবার (১ জুলাই) ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য জানিয়েছেন। এই যুদ্ধবিরতি চলাকালীন স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে উভয় পক্ষের সঙ্গে কাজ করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, "প্রস্তাবিত চুক্তি কার্যকর থাকার সময় যুদ্ধ বন্ধে (স্থায়ীভাবে) আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করব।" তিনি কাতার ও মিসরের প্রচেষ্টার প্রশংসা করে হামাসকে চুক্তিটি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন, কারণ এটি প্রত্যাখ্যান করলে "ভবিষ্যতে হয়তো মুখোমুখি হতে হবে আরও কঠিন পরিস্থিতির।"

গত কয়েক মাস ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে এই ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির আলোচনা চলছে। এই প্রস্তাবটি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ দিয়েছিলেন। তবে হামাস জানিয়েছে, যতক্ষণ তাদের স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দেওয়া না হচ্ছে, ততক্ষণ তারা অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে আক্রমণ করে, যাতে ইসরায়েলের প্রায় ১,২০০ মানুষ নিহত হন এবং দুই শতাধিক জিম্মি হন। এর জবাবে ইসরায়েল গাজায় তাণ্ডব শুরু করে, যেখানে এখন পর্যন্ত ৫৬,৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন লাখেরও বেশি।