Image description

মেহেরপুরের গাংনীতে ‘বোমা’ ফাটিয়ে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১ জুলাই) রাতে উপজেলার পোড়াপাড়া-যুগিন্দা সড়কে কয়েকজন ব্যবসায়ী লুটের শিকার হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে গাংনী বাজার থেকে ব্যবসা শেষে বাড়ি ফিরছিলেন কয়েকজন গরু ও সবজি ব্যবসায়ী। নির্জন পোড়াপাড়া-যুগিন্দা সড়কে পৌঁছালে ওঁত পেতে থাকা একদল ডাকাত তাদের পথরোধ করে। ডাকাতরা ব্যবসায়ীদের মারধর করে প্রায় ৫০ হাজার টাকা লুটে নেয়। এরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়। নসিমন চালক শরিফুল ইসলাম জানান, ডাকাতরা তিনটি বোমা নিক্ষেপ করলেও দুটি বিস্ফোরিত হয়।

সবজি ব্যবসায়ী ইমরান হোসেন জানান, তার ২২ হাজার টাকা ডাকাতি হয়েছে, যা দিয়ে তিনি মায়ের চিকিৎসা করাতেন। টাকা দিতে দেরি করায় তাকে মারধরও করা হয়েছে। ভ্যানচালক রফিকুল ইসলাম বলেন, তার ভ্যানের সামনে একটি বোমা বিস্ফোরিত হলেও তিনি অক্ষত আছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।