
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, যারা ফেসবুকে (আওয়ামী লীগের বিরুদ্ধে) লাল রঙ ব্যবহার করেছিল, আওয়ামী লীগ তাদের জীবন "লাল" করে দেবে। মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'জুলাই অভ্যুত্থানে'র বর্ষপূর্তিতে বিএনপির আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
পার্থ বলেন, দেশের প্রায় চার থেকে পাঁচ কোটি মা মনে করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তাদের সন্তানদের মেরে ফেলা হবে। একইভাবে, যারা বিগত দিনের মিছিলে অংশ নিয়েছিলেন, তারা মনে করছেন—তাদের সেই ভিডিও দেখে দেখে বের করে খুন করা হবে।
বিজেপির চেয়ারম্যান আরও বলেন, আওয়ামী লীগ মেধার রাজনীতি নয়, প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী। তাই তাদের মোকাবিলায় পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি ভবিষ্যদ্বাণী করেন, "খুব শিগগিরই আওয়ামী লীগের আওয়াজ নরম হয়ে যাবে" এবং তারা আন্দোলনকারীদের "জঙ্গি" আখ্যা দিয়ে একসঙ্গে কাজ করার প্রস্তাব দেবে। তবে পার্থ হুঁশিয়ারি দিয়েছেন, এই ফাঁদে পা না দিতে। তার মতে, "আওয়ামী লীগ যেন আর রাজনীতিতে না আসতে পারে," এই একটি জায়গায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিশেষ অপরাধীদের জন্য বিশেষ আইনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে পার্থ বলেন, "সাধারণ আইন দিয়ে স্পেশাল ক্রিমিনালের বিচার করা যাবে না।" তিনি ফ্যাসিবাদী আওয়ামী লীগের ১৭ বছরের শাসনের ভিত্তি হিসেবে "ভীতি"কে দায়ী করেন, যা একসময় "ঘৃণায়" রূপান্তরিত হয়ে গণঅভ্যুত্থানে পরিণত হয়েছে।
পার্থ দাবি করেন, বাংলাদেশের ইতিহাসে আর কোনো রাজনৈতিক দলের এমন পতন হয়নি এবং আওয়ামী লীগ মানুষের মন থেকে এমনভাবে উঠে গেছে যে, "১০ মাসের মাথায় একটি মুরগির খোপ থেকেও বের হয়ে নিজেদের পরিচয় দিতে পারেনি।"
তিনি ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, তাদের সতর্ক করে বলেন, "আওয়ামী লীগের মতো মানুষের হৃদয় থেকে যেন ওঠে না যাই।" বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, "যদি বিএনপি সামনে ক্ষমতায় যায়, গত ৯ মাসে বিএনপির মধ্যে দেখেছি, সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা। আমি এটিকে সাধুবাদ জানাই।"
Comments