
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদ আগামী জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে করার বিষয়ে একমত হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দুই দলের বৈঠক শেষে নেতারা এ কথা জানান।
বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সাংবাদিকদের জানান, তারা মনে করেন জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথমে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত।
তারা আরও জানান, প্রধান নির্বাচন কমিশনারের কোনো নির্বাচন আগে হবে সে বিষয়ে মন্তব্য করা উচিত নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হওয়া উচিত বলে দুই দলই মনে করে।
এর আগে নুরুল হক নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধি দল জামায়াতের মগবাজার কার্যালয়ে আসে এবং প্রায় দুই ঘণ্টা বৈঠক করে।
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরও জানান, আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদ এবং অন্যান্য ইসলামি দলগুলোর সঙ্গে জোট গঠনের বিষয়ে জামায়াতের আলোচনা চলছে।
Comments