দেয়ালে দেয়ালে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোষ্টার, গ্রেপ্তার হলো ইউপি চেয়ারম্যান

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোষ্টার সাঁটানো এবং বিস্ফোরক মামলায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৮নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সনাতন চন্দ্র রায় কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে উপজেলার পূর্ব হাজীপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, দৌলতপুর ইউনিয়নের বালুবাড়ি বাজার এলাকায় গোপনে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর পোষ্টার সাঁটানো হয়েছে। এছাড়াও তিনি গত ৪ আগষ্ট পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর হামলা, মারপিট ও ককটেল বিস্ফোরণের সাথে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সনাতন চন্দ্র রায় কে আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
Comments