Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনির আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩০ জুন) গভীর রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন কাতালগঞ্জের একটি আবাসিক ফ্লাট থেকে তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ।

মনির উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

চট্টগ্রাম পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সুলাইমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা সীতাকুণ্ড থানার একটি মামলায় এজাহারভুক্ত আসামি।

এদিকে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান বলেন, চট্টগ্রাম নগরীর সিএমপির পাঁচলাইশ থানা পুলিশ মনির আহমেদকে গ্রেপ্তার করেছেন।

তিনি গত আগস্ট মাসে দায়েরকৃত বিস্ফোরক আইনের একটি মামলার এজাহারনামীয় আসামি।