
ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন। বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার ছয় মাসেরও বেশি সময় পর মার্কিন প্রেসিডেন্ট এই নির্বাহী আদেশে সই করলেন। এই সিদ্ধান্তের ফলে সিরিয়ায় বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। সোমবার (৩০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
মার্কিন ট্রেজারি বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের এই আদেশ ‘সিরিয়ার উন্নয়ন, তার সরকারের কার্যক্রম এবং দেশটির সামাজিক কাঠামো পুনর্গঠনের জন্য গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর’ ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তাব দেয়।
সিরিয়ার পররাষ্ট্র ও প্রবাসীমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানি ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, এটি ‘দীর্ঘ প্রতীক্ষিত পুনর্গঠন ও উন্নয়নের পথ খুলে দেবে’। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে বাধা দূর করবে এবং সিরিয়াকে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উন্মুক্ত করবে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত মে মাসে মধ্যপ্রাচ্য সফরের সময় ট্রাম্প সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সোমবারের এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, ‘যুক্তরাষ্ট্র এমন একটি সিরিয়াকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ যা স্থিতিশীল, ঐক্যবদ্ধ এবং নিজের ও তার প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকবে।’ সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই দেশটি যুক্তরাষ্ট্রের কঠোর আর্থিক নিষেধাজ্ঞার আওতায় ছিল।
Comments