Image description

যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা কমানোর ফলে ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষের অকালমৃত্যু হতে পারে। ল্যানসেট মেডিকেল জার্নাল-এ প্রকাশিত এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, ট্রাম্প প্রশাসন USAID-এর ৮০ শতাংশেরও বেশি কর্মসূচি বাতিল করেছে। ল্যানসেট প্রতিবেদনের সহ-লেখক ডেভিড রাসেলা একে 'বিশ্বব্যাপী মহামারী বা বড় সশস্ত্র সংঘাতের' মতো ধাক্কা হিসেবে অভিহিত করেছেন।

বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা প্রদানকারী দেশ যুক্তরাষ্ট্র ৬০টিরও বেশি দেশে কাজ করে। রুবিও'র মতে, বাকি কর্মসূচিগুলো 'আরও কার্যকরভাবে' পরিচালিত হবে। তবে, জাতিসংঘের এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, তহবিল কমার কারণে কেনিয়ার শরণার্থী শিবিরে লাখো মানুষ 'অনাহারে' ভুগছে।