Image description

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী ১১ দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এই কর্মসূচির ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ‘জুলাই ঘোষণাপত্র’ বিষয়ে এক প্রশ্নের জবাবে জাহিদুল ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে ঘোষণা করা উচিত হবে না। এটি সরকারের দায়িত্ব। আমরা আশা করি, সরকার দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদান করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘোষিত কর্মসূচির আওতায় থাকবে সেমিনার, সিম্পোজিয়াম, রিসার্চ কনফারেন্স, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, শহীদদের কবর জিয়ারত ও পরিবার-আহতদের সঙ্গে মতবিনিময়, শাখাভিত্তিক বিক্ষোভ মিছিল, আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী, গ্রাফিতি অঙ্কন, সাহিত্য ও ক্রীড়া প্রতিযোগিতা, লাইব্রেরি প্রতিষ্ঠা, পডকাস্ট, বিশেষ সাহিত্য প্রকাশনা, প্রকাশনা প্রদর্শনী ও অনলাইন ক্যাম্পেইন।

শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, শহীদদের নিয়ে যখন বিভিন্ন মহল দলীয়করণ ও ক্রেডিটের রাজনীতিতে লিপ্ত, তখন ছাত্রশিবির জুলাই স্পিরিট ধরে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ছাত্রশিবির সভাপতি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী নানামুখী ষড়যন্ত্র করছে। ছাত্রসমাজ এসব ষড়যন্ত্র মানবে না উল্লেখ করে তিনি দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।