Image description

নরসিংদী পৌর শহরে রিজভী (৩৫) নামে ৮ মামলা আসামীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তেরা। সোমবার (৩০ জুন) রাত সারে ১০টার দিকে  পৌর শহরের পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।  নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রিজভী পৌর শহরের বীরপুর এলাকার জয়নাল আবেদীন এর ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিসের ব্যবসা পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের উপর হামলা চালাতে যায় রিজভী ও তার দলবল। এসময় গলির রাস্তায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উত্তেজনার এক পর্যায়ে এলোপাতাড়ি গুলি ও কুপিয়ে রিজভীকে হত্যা করে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানায়, সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের উপর পরিকল্পিত হামলা করতে ব্রাহ্মন্দী এলাকায় আসে রিজভী ও তার দল। এসময় পাল্টা হামলার শিকার হয়ে নিহত হয় রিজভী। রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত ৮টি মামলা রয়েছে। এসময় ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।