Image description

চলতি বছর ঈদুল আজহায় সারাদেশে ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশু কোরবানি করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, এর মধ্যে গরু ও মহিষের সংখ্যা ছিল ৪৭ লাখ ৫ হাজার ১০৬টি, আর ছাগল ও ভেড়া কোরবানি হয়েছে ৪৪ লাখ ৩০ হাজার ৬৬৮টি। এছাড়াও, অন্যান্য পশুর সংখ্যা ছিল ৯৬০টি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এবার সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে রাজশাহী বিভাগে, যার সংখ্যা ২৩ লাখ ২৪ হাজার ৯৭১টি। এরপর ঢাকা বিভাগে কোরবানি হয়েছে ২১ লাখ ৮৫ হাজার ৪০টি গবাদিপশু।

বিভাগভিত্তিক কোরবানির চিত্র থেকে জানা যায়, চট্টগ্রাম বিভাগে ১৭ লাখ ৫৩ হাজার ৭৩২টি, রংপুর বিভাগে ৯ লাখ ৬৪ হাজার ৯৯৯টি, খুলনা বিভাগে ৮ লাখ ৪ হাজার ২২৪টি এবং বরিশাল বিভাগে ৪ লাখ ৭৮৩টি গবাদিপশু কোরবানি হয়েছে।

অন্যদিকে, সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে সিলেট বিভাগে, যার সংখ্যা মাত্র ৩ লাখ ১৯ হাজার ৮২৩টি। এরপর কম কোরবানি হয়েছে ময়মনসিংহ বিভাগে, যা ৩ লাখ ৮৩ হাজার ১৬২টি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, এবারের কোরবানির হিসাব 'স্তরায়িত দৈব নমুনায়ন' (স্ট্র্যাটিফায়েড র‌্যান্ডম স্যাম্পলিং) পদ্ধতির মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। প্রতিটি উপজেলার তিনটি গ্রাম (ছোট, মাঝারি ও বড়) থেকে অন্তত এক শতাংশ নমুনা সংগ্রহ করে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার ৩৩ লাখ ১০ হাজার ৬০৩টি কোরবানির পশু অবিক্রীত ছিল। এর কারণ হিসেবে অধিদপ্তর জানিয়েছে, এ বছর কোরবানির পশুর উৎপাদন বেশি হওয়ায় অবিক্রীত থাকাটা অস্বাভাবিক নয়। পাশাপাশি, এই অবিক্রীত পশুগুলো আগামীতে বিভিন্ন আচার-অনুষ্ঠানে কাজে লাগবে বলেও উল্লেখ করা হয়েছে।