Image description

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি নেতা ইমরান খান দেশজুড়ে বড় ধরনের আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সর্বস্তরের নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে, সরকারের সঙ্গে গোপনে লিয়াজোঁ রাখা পিটিআই নেতাদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। মঙ্গলবার(২৭ মে) আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাতের পর তার বোন ও মুখপাত্র আলিমা খান সাংবাদিকদের এই তথ্য জানান।

আলিমা খান বলেন, ইমরান খান স্পষ্টভাবে বলেছেন যে, "যারা উইকেটের দু’পাশেই খেলতে চায়, দলের মধ্যে তাদের জায়গা হবে না।" এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন দলীয় সূত্রে খবর, পিটিআইয়ের হাইকমান্ড সরকারের সঙ্গে সংলাপের মাধ্যমে ইমরান খানের কারামুক্তির চেষ্টা করছেন।

ইমরান খানের বার্তা অনুযায়ী, তিনি সরকারের সঙ্গে কোনো প্রকার আপসে যেতে ইচ্ছুক নন। তিনি বলেছেন, প্রয়োজনে সারাজীবন কারাগারে কাটাবেন, কিন্তু মাথা নত করবেন না। এই আপসহীন মনোভাব কর্মীদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য আরও উৎসাহিত করবে বলে ধারণা করা হচ্ছে।

আলিমা খান অভিযোগ করেছেন, বর্তমান ক্ষমতাসীন সরকার ইমরান খানের সঙ্গে চরম নিপীড়নমূলক আচরণ করছে। তিনি বলেন, কারাগারে একজন সাধারণ কয়েদিকে যেটুকু অধিকার দেওয়া হয়, ইমরানকে সেটুকুও দেওয়া হচ্ছে না। গত আট মাসে ইমরানকে মাত্র একবার তার সন্তানদের সঙ্গে টেলিফোনে কথা বলতে দেওয়া হয়েছে। এমনকি কারা কর্তৃপক্ষ এখন থেকে তার বোনদেরও কারাগারে দেখা করার অনুমতি বাতিল করেছে।

এদিকে জিও নিউজের খবরে বলা হয়েছে, ইমরান খান আন্দোলন ডাকার পরও পিটিআইয়ের হাইকমান্ড সরকারের সঙ্গে তার কারামুক্তির জন্য সংলাপের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আনুষ্ঠানিক আলোচনা শুরু না হলেও, অনানুষ্ঠানিকভাবে কিছু আলাপ-আলোচনা হয়েছে এবং তাতে কিছু অগ্রগতিও দেখা গেছে। এই অনানুষ্ঠানিক আলোচনায় পিটিআইয়ের নেতৃত্ব দিচ্ছেন দলের চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খান।