Image description

গত ঈদে প্রেক্ষাগৃহে ঝড় তুলেছিল শাকিব খানের ‘বরবাদ’ এবং সিয়াম আহমদের ‘জংলি’ সিনেমা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে মুক্তি পেয়েছিল ঢালিউডের দুই অভিনেতার দুইটি সিনেমা। এবার বড় সুখবর তারকা জুটির অনুরাগীদের জন্য।

আসন্ন কোরবানি ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘তাণ্ডব’-এ দেখা যাবে শাকিব-সিয়ামকে। বেশ কিছু গোপন সূত্রে জানা গেছে, ‘তাণ্ডব’ সিনেমায় বিশেষ চমক নিয়ে হাজির হবেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। এ ছবিতে তিনি একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। 

‘তাণ্ডব’ সিনেমা শুটিংয়ের আগের শোনা গিয়েছিল শাকিবের সঙ্গে চমক দেখাবেন আফরান নিশো। তবে শাকিবের আপত্তিতে ‘তাণ্ডব’ থেকে বাদ পড়েন নিশো। সেই জায়গায় দেখা যাবে ‘জংলি’ সিনেমার অভিনেতাকে। পরিচালক রায়হান রাফি সিয়ামের ওপরেই ভরসা রাখছেন। 

ইতোমধ্যে অন্তর্জালে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’ সিনেমার ফরকাস্ট। যেখানে শাকিব খানকে এক ভয়ংকার অবতার রূপে দেখা গেছে। এক মিনিট তিরিশ সেকেন্ডের ফরকাস্ট মনে কেড়েছে শাকিবিয়ানদের। এখন অপেক্ষা প্রেক্ষাগৃহে মুক্তির। প্রথম ঝলকেই সিনেমাপ্রেমীদের মন ঝড় তুলেছেন নির্মাতা রাফি। তবে দেড় মিনিটের ফরকাস্ট দেখা যায়নি সিয়াম আহমদকে। 

জানা গেছে, ‘তাণ্ডব’-এ সিয়ামের অভিনয়ের বিষয়টি গোপন রেখেই সিনেমার শুটিং হয়েছে। বর্তমানে চলছে এর এডিটিং। শিগগিরই সব কাজ শেষে জমা পড়বে সেন্সর সার্টিফিকেটের টেবিলে। দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। যদিও এই সিনেমা নিয়ে এখনই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি নন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা।

শাকিব খান, সাবিল নূর, জয়া আহসানের বিষয় নিশ্চিত হওয়া গেলেও বাকি অভিনয়শিল্পীদের বিষয় জানতে অপেক্ষা করতে হবে। শীঘ্রই একে একে প্রকাশ পাবে ‘তাণ্ডব’ সিনেমার আরও অনেক প্রচারণামূলক ভিডিও। সেগুলো দর্শকদের আরও চমকে দেবে বলে আশ্বস্ত করেছেন নির্মাতা রায়হান রাফী।