
সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া সীমান্তে নারী ও শিশুসহ ৩২ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকৃত ৩২ জনের মধ্যে ৯ জন পুরুষ, ১১ জন নারী ও ১২টি শিশু রয়েছে। রবিবার (২৫ মে) সকালে বিয়ানীবাজার সীমান্তের বড়গ্রাম এলাকা দিয়ে তাদের পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবি জানায়, ৫২ ব্যাটালিয়নের অধীন নওয়াগ্রাম বিওপির একটি টহল দল বরগ্রাম সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের আটক করে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নওয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের নিয়ে আসা হয়। পরবর্তীতে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, আটক ৫২ জনের সবাই বাংলাদেশী, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেটি নিশ্চিত হওয়া গেছে। তাদের কাঁটাতারের পাশ দিয়ে শূন্যরেখার একটি বিলে ছেড়ে দেয় বিএসএফ। সেখান থেকে বিজিবি তাদের উদ্ধার করে (আটক)। আটককৃতদের বেশিরভাগের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান জানান, ৩২ জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, ‘বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছেন আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া গ্রহণ করবো।’
Comments