Image description

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ মে) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের বৃত্তি পাড়ার জামে মসজিদের পাশ থেকে তাদের আটক করা হয়। মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার নিশানবাড়ীয়া গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে আসলাম ফকির (৫৩), বারইখালী গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে আলমগীর হোসেন (৪৩), পিরোজপুর জেলার চন্ডিপুর গ্রামের মুদাচ্ছের আলী গাজীর ছেলে নাসির গাজী (৩৭), নড়াইল জেলার চরআড়িয়ারী গ্রামের হান্নান মৃধার ছেলে হাবিবুল্লা মৃধা (১৭) এবং ভোলা জেলার দালালপুর গ্রামের মো. সুমনের ছেলে সজিব (১৬)।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুসুমপুর বিওপির নায়েক মো. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে বিজিবি সদস্যরা বেনীপুর গ্রামের বৃত্তি পাড়ার জামে মসজিদের পাশে অভিযান চালায়। এ সময় রাস্তা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই শিশু ও তিন পুরুষসহ মোট পাঁচজনকে আটক করা হয়। আটকের পর তাদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। 

আটককৃতরা জানান, তারা বিভিন্ন সময়ে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করে মুম্বাই শহরে রাজমিস্ত্রীর কাজ করতেন।