
গত সপ্তাহেও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে সব ধোঁয়াশা কাটিয়ে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে প্রাথমিকভাবে ঘোষিত পাঁচ ম্যাচের সিরিজটি এখন তিনটি ম্যাচের সংক্ষিপ্ত রূপে অনুষ্ঠিত হবে।
সিরিজের চূড়ান্ত সময়সূচি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, আগামী ২৭ মে থেকে দুই দলের মাঠের লড়াই শুরু হওয়ার কথা। যদিও সময়সূচি নিয়ে কিছুটা সংশয় থাকলেও, সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এরই মধ্যে তাদের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে।
ঘোষিত পাকিস্তান স্কোয়াডে রয়েছে বেশ কিছু চমক। দলের তিন বড় তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন আফ্রিদিকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। রিজওয়ানের অনুপস্থিতিতে অধিনায়কত্বের গুরুদায়িত্ব পেয়েছেন তরুণ অলরাউন্ডার সালমান আলী আঘা। সহ-অধিনায়ক হিসেবে দলে ফিরেছেন অভিজ্ঞ লেগ স্পিনার শাদাব খান, যা দলের জন্য এক ইতিবাচক দিক।
স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সম্প্রতি এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়া প্রতিভাবান ব্যাটার সাহিবজাদা ফারহান। ইনজুরি কাটিয়ে এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন হার্ড-হিটিং ওপেনার সাইম আইয়ুব। এছাড়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ ফর্মে থাকা অভিজ্ঞ ব্যাটার ফখর জামানকেও স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এই সিরিজ দিয়েই পাকিস্তান ক্রিকেটে নতুন কোচ মাইক হেসন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজেই তিনি প্রথমবার প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। নির্বাচকরা স্পষ্টতই পিএসএলের পারফরম্যান্সকে এই স্কোয়াড গঠনে প্রাধান্য দিয়েছেন। অন্যদিকে, বাংলাদেশ দল তাদের স্কোয়াড আগেই ঘোষণা করে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে থাকা খেলোয়াড়রাই পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবেন।
পাকিস্তান স্কোয়াড:
সালমান আলী আঘা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, ইরফান খান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব।
Comments