Image description

নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথায় সম্প্রতি সহস্রাধিক লোক ভাড়া করে এনে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হামলাকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। 

সোমবার (১৯ মে) সন্ধ্যায় সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

শামা ওবায়েদ বলেন, আমরা যখন নতুন বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করছি, তখন ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসররা কিছু নামধারী অবুঝ বিএনপির নেতার ঘাড়ের উপর সওয়ার হয়ে এসব সাধারণ মানুষের ক্ষতি করছে। আমি ধিক্কার জানাচ্ছি। যারা এতগুলো বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে, তাদেরকে আইনের আনা উচিত। তানাহলে অন্যায়-অত্যাচার চলতে থাকবে।

তিনি বলেন, আমি বেঁচে থাকতে সালথায় এমন কাজ কাউকে করতে দেব না। সে যেই হোক, যে দলেরই হোক। যারা এই অন্যায় কাজের সাথে জড়িত থাকবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমি পুলিশ-প্রশাসনকে অনুরোধ করবো, আপনারা নিরপেক্ষভাবে তদন্ত করে এ ঘটনার সুষ্ঠু বিচার করবেন।

শামা ওবায়েদ আরো বলেন, গত ১৭ বছরে সালথা-নগরকান্দার বহু বিএনপি নেতাকর্মী ও আলেমরা নির্যাতিত হয়ে বনে-জঙ্গলে থেকেছেন। তারপরেও তারা ফ্যাসিবাদের দোসরদের কাছে মাথা নত করেননি। এত অত্যাচার, গুম-খুন ও ছাত্রজনতার আত্মাহুতির পরে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করছি। কিন্তু আমাদের দলের নামধারী কিছু বেইমান আছে, যারা গত ১৭ বছর দলের সাথে বেইমানি করেছে। এখন তাদের ঘাড়ে চড়েই এই ফ্যাসিবাদের দোসররা আমাদের দলের ভিতরে প্রবেশ করে দেশ ও জনগণের ক্ষতি করার চেষ্টা করছে। 

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের মধ্যে কেউ ঝামেলা করবেন না। নিজেরা ঝামেলা করলে দূষ্কৃতিকারীরা সুযোগ পেয়ে যায়। তাই আপনারা সকলেই সতর্ক থাকবেন। ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা সাধারণ জনগণকে কাছে টেনে নেবেন, কিন্তু যারা দেশ ও বিএনপির ক্ষতি করবে তাদের থেকে দূরে থাকবেন। 

শামা ওবায়েদ বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। এই জনপ্রিয় দলটা যাতে আগামী দিনে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করতে পারে সেজন্য আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

এ সময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহীন মাতুব্বর, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক, যদুনন্দী ইউনিয়ন বিএপির সভাপতি হুমায়ন খান প্রমুখ।

এর আগে শামা ওবায়েদ গত ২৭ এপ্রিল সালথা উপজেলার মোন্তার মোড় বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায় প্রদান করেন।

উল্লেখ্য, গত ১০ মে সকালে স্থানীয় বিএনপি নেতা প্রভাষক সাখাওয়াত হোসেন জয়নাল ও যুবলীগ নেতা ফরহাদ মোল্যার নেতৃত্বে পাশের গ্রাম থেকে সহস্রাধিক লোক ভাড়া করে এনে রাঙ্গারদিয়া গ্রামে অন্তত ৩০টি বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ সময় আব্দুল হাই নামে এক ব্যক্তির একতলা বিল্ডিংয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে ১০ জন আহত হয়।