Image description

গাজায় নতুন করে শুরু করা সামরিক অভিযান বন্ধ না করলে এবং মানবিক সাহায্য পাঠানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নিলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ব্রিটেন, কানাডা ও ফ্রান্স।
 
মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার খবরে বলা হয়েছে, এই তিন দেশ ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছে গাজায় আক্রমণ বন্ধ না করলে "জোরালো পদক্ষেপ" বা নিষেধাজ্ঞার মতো সিদ্ধান্ত নিবে তারা।

অন্যদিকে ২২টি দেশ অবরুদ্ধ ছিটমহলে সাহায্য পাঠাতে আহ্বান জানিয়েছে ইসরায়েলকে। তবে এসব বিষয়কে তোয়াক্বা করছে না তারা। নিজেদের ঘোষণা অনুযায়ী গাজা দখলের জন্য উপত্যকাজুড়ে চালিয়ে যাচ্ছে সর্বাত্মক হত্যাযজ্ঞ।

ইতোমধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাহায্যের আহ্বান প্রত্যাখ্যান করার পাশাপাশি আরও আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রতিশ্রুতির মধ্যে সমগ্র গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনাও রয়েছে ইসরায়েলের।