Image description

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালে অনাস্থা প্রস্তাবের মাধ্যমেই ক্ষমতাচ্যুত হয়েছিলেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান।

পাঞ্জাবের আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খান সম্প্রতি দলের শীর্ষ নেতা, আইনজীবী ও পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠকে এই বিষয়ে আলোচনা করেন। তিনি দলের নেতাকর্মীদের বর্তমান সরকারের বিরুদ্ধে পার্লামেন্টের ভেতরে ও বাইরে চাপ সৃষ্টি করার নির্দেশ দেন। পাশাপাশি পিএমএলএনের সঙ্গে কোনো জোটে না গিয়ে অন্যান্য বিরোধী দলের সঙ্গে ঐক্য গড়ার পরামর্শ দেন।

খাইবার পাখতুনখোয়া ভিত্তিক রাজনৈতিক দল মিল্লি আওয়ামী পার্টির শীর্ষ নেতা মাহমুদ খান আচাকজাইয়ের স্পিকারের পদত্যাগের দাবিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে পিটিআই।

এ বিষয়ে পিটিআই নেতা ও সাবেক স্পিকার আসাদ কায়সার জানান, অনাস্থা প্রস্তাব আনার বিষয়টি দলীয়ভাবে বিবেচনাধীন। বর্তমানে ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে দলটি কিছুটা নীরব থাকলেও, সঠিক সময়ে পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইমরান খান কারাগারে বসেই বর্তমান সরকারকে চাপে রাখতে এবং বিরোধী ঐক্য গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন।