Image description

চট্টগ্রাম বন্দরের লাভজনক টার্মিনাল এনসিটিকে ডিপি ওয়ার্ল্ড নামের বিদেশি কোম্পানির হাতে লিজ দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল সোমবার রাতে মশাল মিছিল বের করে। মিছিলটি বন্দর সংলগ্ন বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বন্দর নতুন মার্কেটের সামনে শেষ হয়। সমাবেশে বক্তারা এনসিটিম সিসিটি ও পিসিটি সরাসরি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালনার দাবি জানান।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) একটি স্বয়ংসম্পূর্ণ ও আধুনিক টার্মিনাল। এটি লাভজনক ও দীর্ঘদিন যাবৎ সক্ষমতা অর্জন করেছে। এটি বিদেশি কোম্পানিকে দেওয়া অযৌক্তিক। এনসিটি, সিসিটি বিদেশি অপারেটরকে ছেড়ে দেওয়া হলে আয়ের বাবদ বিপুল পরিমাণ ডলার বিদেশে চলে যাবে এবং বাংলাদেশ ডলার সংকটে পড়বে। 

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে শ্রমিক নেতারা আরও বলেন, আপনি বাংলাদেশের সম্পদ। তেমনি দেশের প্রধান চট্টগ্রাম বন্দরের সিসিটি এসটিটিও বাংলাদেশের সম্পদ। আপনি কারও দ্বারা প্রভাবিত না হয়ে এবং কোন ভুল তথ্যের ওপর ভিত্তি না করে বাংলাদেশের হৃদপিণ্ড চট্টগ্রাম বন্দরের সিসিটি, এনসিটি বিদেশিদের হাতে লিজ না দেওয়ার জন্য অনুরোধ করছি।

সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর শ্রমিক দলের (সাবেক সিবিএ) সহ-সম্পাদক মোজাহের হোসেন শওকত। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা, সাবেক সিবিএ নেতা মো. হুমায়ুন কবীর প্রমুখ।