
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি মিছিলের ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে উপজেলার জুলধা ইউনিয়নের সুলতান বাপের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় গতরাত ২টার দিকে উপজেলার জুলধা এলাকায় কয়েকজন হঠাৎ একটি মিছিল বের করে। তারা 'জয় বাংলা জয় বঙ্গবন্ধু' এবং 'শেখ হাসিনা আসবে' বলে স্লোগান দিচ্ছিল। ১৫ থেকে ২০ জনের মিছিলটি আট-দশ মিনিটের মধ্যেই শেষ করে স্থান ত্যাগ করে চলে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।
ঘটনার পরপরই পুলিশ ফারহান (২২) সহ তিনজনকে আটক করে। আটককৃত ফারহান জুলধার আওয়ামী লীগ নেতা ঘোড়া মালেকের ছেলে। তবে বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, অভিযানে তিনজন ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
Comments