
রমনা বটমূলে ২০০১ সালের বোমা হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা তাজউদ্দিন ও শাহাদাতউল্লাহ জুয়েলের সাজা হাইকোর্ট কমিয়ে যাবজ্জীবন করেছেন। আরও ৯ আসামির সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রায়ে ৯ আসামির সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজ উদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন যে, সাজা খাটা শেষ হওয়ায় ১০ বছরের সাজা হওয়ায় সব আসামির মুক্তিতে বাধা নেই। এদিকে রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে রাষ্ট্রপক্ষ।
এর আগে বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য এদিন ঘোষণা করেন। ওইদিন আদালত জানিয়েছিলেন যে, রায় পড়া শেষ হবে মঙ্গলবার। ওইদিন আসামিদের সাজা বহাল থাকবে কিনা জানাবেন।
ওইসময় আদালতে উপস্থিত ছিলেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির ও এস এম শাজাহান।
প্রসঙ্গত: ২০০১ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হন ও অনেকে আহত হন।
Comments