Image description

জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনা পৌঁছে যায় যুদ্ধ পরিস্থিতিতে। পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান। এ যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন বলিউডের অনেক তারকা। সেই তালিকায় রয়েছেন সালমান খানও।

যুদ্ধবিরতি নিয়ে এক টুইট করে পরে সেটি মুছে ফেলে তোপের মুখে পড়েছেন বলিউড এই সুপারস্টার।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সালমান শনিবার রাতে নিজের এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডলের এক পোস্টে যুদ্ধবিরতির জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান। তিনি সালমান খান লেখেন, “Thank God for the ceasefire…”। কিন্তু পোস্টটি ভাইরাল হওয়ার পরপরই একাংশ নেটিজেন তার নীরবতা নিয়ে সমালোচনায় মুখর হন। প্রশ্ন উঠে—পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ নিয়ে কেন কোনো প্রতিক্রিয়া জানাননি সালমান?

একজন লিখেছেন, “অপারেশন সিঁদুর চলাকালীন আপনার ঘুম ভাঙেনি?” কেউ মন্তব্য করেছেন, “সুযোগ বুঝে আবেগ দেখাচ্ছেন।” সমালোচনার তীব্রতা বাড়তে থাকায় কিছু সময় পর পোস্টটি মুছে ফেলেন ভাইজান।

উল্লেখ্য, ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পাহালগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন  ২৬ জন নিরীহ মানুষ। ওই ঘটনার পর ভারত ৭ মে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সুনির্দিষ্ট সামরিক অভিযান চালায়। এ অভিযান ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা হলেও সালমান খান তখন ছিলেন নীরব। 

তবে এর আগেও পাহালগাম হামলার পরে এক পোস্টে সালমান খান লিখেছিলেন, “কাশ্মীর—পৃথিবীর বুকে স্বর্গ, আজ যেন নরকে পরিণত হয়েছে। নিরীহ মানুষের মৃত্যু আমার হৃদয় ভেঙে দিয়েছে। একজন নিরীহ মানুষের মৃত্যু মানে গোটা পৃথিবীর মৃত্যুর সমান।”

এই টুইট মুছে দেয়ার পেছনে সমর্থন করে কেউ কেউ বলেছেন—সালমানের পোস্টের কিছু সময় পরই পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে, সে কারণেই হয়তো তিনি পোস্টটি মুছে ফেলেছেন। তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে সালমান খান এখনো মুখ খোলেননি।

যুদ্ধবিরতির খবরে বলিউডের আরও অনেক তারকা প্রতিক্রিয়া জানিয়েছেন। কারিনা কাপুর ইনস্টাগ্রামে লিখেছেন, “রব রাখা” ও “জয় হিন্দ।” করণ জোহর এবং রাভিনা ট্যান্ডনও শান্তির পক্ষে বার্তা দিয়েছেন।