Image description

ভারত-পাকিস্তানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা ব্যবস্থা নেয়ার জন্য পশ্চিম সীমান্তের সমস্ত সেনা কমান্ডারদের সবুজ সংকেত দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট দিয়ে এ তথ্য জানান।

পোস্টে বলা হয়, ২০২৫ সালের ১০-১১ মে রাতে যুদ্ধবিরতি এবং আকাশসীমা লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে, সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পশ্চিম সীমান্তে মোতায়েন সেনা কমান্ডারদের সাথে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন।

বিবৃতিতে আরও জানানো হয়, সেনাপ্রধান ডিজিএমও-র সঙ্গে আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্তে পৌঁছান যে, পাকিস্তানের যুদ্ধবিরতির প্রতিশ্রুতি লঙ্ঘনের ঘটনায় ভারত পাল্টা জবাব দেবে। মাঠ পর্যায়ের কমান্ডারদের সে স্বাধীনতা দেয়া হয়েছে।