
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের দেওয়া বিবৃতির পর, বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। শনিবার (১০ মে) বিকেলে যশোরের কেশবপুর পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪২ বছর পূর্তি উপলক্ষে এক পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এই তথ্য জানান।
তিনি বলেন, "আজ রাতে মিটিং আছে, সেখানে আইসিটি অ্যাক্টের অধ্যাদেশ প্রস্তাবনা নিয়ে আলোচনা হবে। এই কারণেই জরুরি মিটিং।"
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, "এই ঘটনায় কারা জড়িত, সেই ব্যাপারে অনুসন্ধান চলছে। ইতোমধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি যারা জড়িত, তাদেরও আইনের আওতায় আনা হবে।"
শফিকুল আলম আরও বলেন, "বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হওয়ায় তাদের (ভারতের) মাথা খারাপ হয়ে গেছে। এই কারণে তারা আমাদের কয়েকটি মিডিয়ার সম্প্রচার তাদের দেশে বন্ধ করে দিয়েছে। আমরা সেই পথে হাঁটতে চাই না। আমরা দীর্ঘদিন ধরে দেখছি তারা আমাদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে। ভারতীয় গণমাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতার অভাব রয়েছে, বরং উচ্চকণ্ঠে নাটকীয় উপস্থাপনার মাধ্যমে বিনোদন দেওয়াই যেন তাদের সাংবাদিকতা। সেক্ষেত্রে আমাদের সাংবাদিকতা অনেক বেশি দায়িত্বশীল ও প্রশংসার যোগ্য। পক্ষান্তরে, বাংলাদেশের যেসব মিডিয়া বন্ধ করা হয়েছে, তারা অনেক ভালো সংবাদ পরিবেশন করে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।"
Comments