Image description

সংবিধান লঙ্ঘনের সাথে যারা জড়িত ছিল, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ মে) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, দেশের সকল ধর্ম ও মতের মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে হলে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করা অপরিহার্য। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে চায় যেন কোনো শক্তি এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে অথবা কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ না পায়।

পলাতক অপশক্তির পুনর্বাসন দেশের মানুষ চায় না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যারা সংবিধান লঙ্ঘন করেছে, তাদের বিচার হওয়া উচিত। তিনি অভিযোগ করেন, অতীতে পতিত স্বৈরাচার সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য বিভিন্ন ধর্মের মানুষদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।

বিএনপি বর্তমান সরকারকে সফল দেখতে আগ্রহী জানিয়ে তারেক রহমান বলেন, বর্তমান সরকারকে নিয়ে জনগণের মনে যাতে কোনো অস্পষ্টতা না থাকে, সেজন্য বিএনপি তাদের (সরকারের) কর্মপরিকল্পনা সম্পর্কে একটি রোডম্যাপ চেয়েছিল। সরকারের কর্মপরিকল্পনা সম্পর্কে জনগণ অবগত হলে কোনো ধোঁয়াশা সৃষ্টি হবে না।

তারেক রহমান আরও বলেন, বিএনপি এমন একটি সরকার গঠন করতে চায়, যেখানে সরকার জনগণের কাছে সকল বিষয়ে জবাবদিহি করতে বাধ্য থাকবে।