
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির তিন অঙ্গসংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও চট্টগ্রামের সন্তান তামিম ইকবাল খানের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শনিবার (১০ মে) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আজ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তামিম ইকবাল খানকে ‘বীর চট্টলার গর্বের সন্তান’ উল্লেখ করে তারুণ্যের সমাবেশে স্বাগত জানিয়েছেন।
বিকাল থেকে শুরু হতে যাওয়া ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সমাবেশে উপস্থিত থাকবেন। লন্ডন থেকে ভার্চুয়ালি এই সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
উল্লেখ্য, এই মহাসমাবেশের মাধ্যমে বিএনপি তরুণ প্রজন্মকে তাদের রাজনৈতিক অধিকারের বিষয়ে সচেতন করা এবং বৃহত্তর রাজনৈতিক আন্দোলনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে।
Comments