
পাকিস্তানের ৩টি বিমানঘাঁটিতে ভারত ক্ষেপণাস্ত্র হামলা করেছে। পাকিস্তানের ড্রোন হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ভারত। এ তথ্য জানিয়েছে বিবিসি,আল জাজিরা ও রয়টার্সসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম।
সংবাদমাধ্যমগুলো জানায়, রাওয়ালপিন্ডির নূর খান, মুরিদ ও শোরকট বিমানঘাঁটিতে হামলায় ভারত একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র। সবগুলো বিমানঘাঁটিই নিরাপদে আছে বলে জানান তিনি। দিল্লি যা শুরু করেছে ইসলামাবাদ তা শেষ করবে বলেও জানান পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র।
তবে সূত্রের বরাতে অন্তত ৪টি বিস্ফোরণের খবর মিলেছে বলে জানিয়েছে রয়টার্স।
এদিকে ভারতের নতুন ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, তারা ভারতের বিরুদ্ধে একটি পাল্টা অভিযান শুরু করেছে। অভিযানের নাম রাখা হয়েছে অপারেশন বেনিয়ান মার্সাস।
এর আগে, জম্মু-কাশ্মীরসহ ভারতের কয়েকটি এলাকায় ড্রোন হামলা চালায় পাকিস্তান।
Comments