Image description

অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে তিন বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দিল্লি পুলিশের ফরেনার্স সেল বিভাগ।

বিবৃতিতে বলা হয়েছে, নয়াদিল্লি ও দিল্লির বিভিন্ন এলাকায় বাসবাসরত নথিবিহীন বাংলাদেশিদের ধরতে সম্প্রতি ‘অপারেশন ফেস ওয়াশ’ নামের একটি অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। সে অভিযানের আওতায় শুক্রবার ভোর বেলায় নয়াদিল্লির আজাদপুর এলাকা থেকে আটক করা হয়েছে তাদের।

আটক এই বাংলাদেশিদের সবাই পুরুষ, তবে তারা নারী সেজে যৌন ব্যবসা চালাতেন। তাদের কাছ থেকে চারটি স্মার্টফোনও উদ্ধার করেছে পুলিশ। সেগুলোর প্রতিটিতে ভারত সরকার কর্তৃক নিষিদ্ধ আইএমও অ্যাপ পাওয়া গেছে। এই অ্যাপের মাধ্যমেই বাংলাদেশে পরিবার ও স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখতেন তারা।

আটকরা হলেন মাকসুদা আলি ওরফে মো: মাসুম (৪০), আবদুল হাকিম ওরফে জেলি (৩৩) এবং ফাহিম ওরফে পায়েল (২১)। এদের মধ্যে মাসুমের বাড়ি রংপুরে, হাকিমের বাড়ি ময়মনসিংহে এবং ফাহিমের বাড়ি নারায়ণগঞ্জে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, প্রায় আড়াই বছর আগে সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিলেন তারা। সেখানে কিছুদিন থাকার পর তারা দিল্লিতে আসেন এবং হিজড়া সেজে দেহ ব্যবসা ও অর্থ সংগ্রহের কাজ শুরু করেন।

দিল্লি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, এই বাংলাদেশিদের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

সূত্র : এএনআই