Image description

ফেনী শহরের কলেজ রোডে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের কর্মীরা। বৃহস্পতিবার(৮ মে) সকালে আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা "শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে" স্লোগান দেন।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "শহরের কলেজ রোডে সকালে আওয়ামী লীগের কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। এ পর্যন্ত পুলিশ দুজনকে আটক করেছে এবং তাদের মিছিলের সাথে সম্পৃক্ততার বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।"

এই ঝটিকা মিছিলের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে এবং অন্যান্য তথ্য অনুসন্ধানের মাধ্যমে মিছিলের উদ্দেশ্য ও এর পেছনের কারণ জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।