
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শান্তনু কর্মকার নামে এক শিক্ষার্থী পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন। মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসের খানজাহান আলী হলসংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
শান্তনু কর্মকার ঢাকার রাজার দেউরি এলাকার সুকুমার চন্দ্র কর্মকারের ছেলে।
শিক্ষার্থীরা জানান, বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নামার পর নিখোঁজ হন শান্তনু। শিক্ষার্থী ও কর্মচারীরা তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের চেষ্টায় তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) আবুল বাসার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, শান্তনুকে উদ্ধারের পর কুয়েটের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে।
এ দিকে শান্তনু’র মৃত্যুর খবরে সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা খুলনার উদ্দেশে রওনা হয়েছেন।
Comments