
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি পেতে কঠোর শর্ত মানতে নারাজ বাংলাদেশ ব্যাংক। যে কারণে সংস্থাটির সাথে সোমবারের অনলাইন সভা শেষ হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই।
তবে অর্থনীতিবিদরা মনে করেন, ঋণচুক্তি ভেঙ্গে যাওয়ার মত পরিস্থিতি তৈরি হয়নি। তাদের মতে, বৈদেশিক মুদ্রা বিনিময় হার বাজারভিত্তিক করতে বাংলাদেশ ব্যাংকের কিছুটা সময় চাওয়াও যৌক্তিক।
৪৭০ কোটি ডলার ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের আগে শর্তের অগ্রগতি জানতে এপ্রিল মাসে ঢাকা সফর করেন আইএমএফের প্রতিনিধিরা। যদিও কোনো সমঝোতা ছাড়াই ঢাকা ছাড়েন তারা। গত মাসের শেষ দিকে আইএমএফের বসন্তকালীন অধিবেশনের ফাঁকে সাইডলাইন বৈঠকেও ঐকমত্যে পৌঁছাতে পারেনি দুই পক্ষ।
গত সোমবার আইএমএফের সঙ্গে অনলাইন সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিবসহ পাঁচ সদস্য অংশ নেন। তারপরও ঋণের অর্থ পেতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। কেননা, আইএমএফের শর্ত অনুযায়ী বৈদেশিক মুদ্রার বিনিময় হার এখনই বাজারভিত্তিক করতে চায় না বাংলাদেশ।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে বৈদেশিক ঋণ নির্ভর নয়। সবচেয়ে সহজলভ্য, কম শর্তে, কম সুদে ঋণ কারা দেবে, এটা যাচাই করে সবচেয়ে লাভজনক যেটা মনে হবে রাষ্ট্রের জন্য সে ঋণই বাংলাদেশ গ্রহণ করবে।’
অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব আদায় বাড়ানো, খেলাপি ঋণ কমানোসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারের চাহিদা পূরণ অর্থনীতির জন্য জরুরি। ভবিষ্যতে যা অন্যান্য ঋণদাতা সংস্থার সিদ্ধান্তেও প্রভাব রাখবে।
গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘মাল্টিলেটারেলগুলি যে আছে তারাও কিন্তু আইএমএফকে ফলো করে। তার (আইএমএফ) গ্রস কন্ডিশন, এগুলো ফলো করে তারা। সুতরাং সেদিক থেকে আইএমএফের এটা (ঋণ) টাকার অঙ্কে বড় না হলেও বা রিজার্ভের সাপেক্ষে বড় না দেখালেও এটার কিন্তু অন্যান্য গুণ ও প্রভাব অর্থনীতিতে এবং ঋণ প্রাপ্যতার ক্ষেত্রে থাকবে।’
ঋণের ৩ কিস্তিতে আরও ২৩৯ কোটি ডলার দেওয়ার কথা আইএমএফের। ঋণের অর্থ পেতে, বাজারভিত্তিক মুদ্রা বিনিময়ের প্রশ্নে এতটা কঠোর অবস্থান যৌক্তিক নয় বলে মত বিশ্লেষকদের।
ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘এখনও কিন্তু খুবই যে, করিডোর যেটা আছে সেটাও খুবই কম। এক টাকার। সুতরাং সেদিক থেকে আমার মনে হয় আইএমএফ ঠিক এটা নিয়ে এবং এটা আরও কয়েক মাস দেখার বিষয়, এটা নিয়ে গোঁ ধরা আমার কাছে খুব যুক্তিসংগত মনে হয় না।’
বৈদেশিক মুদ্রা বিনিময় হার বাজারভিত্তিক করার ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংককে বিশেষ তহবিল গঠনের পরামর্শ অর্থনীতিবিদদের।
Comments