Image description

ঢাকার ধামরাইয়ে এক মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে জুবায়ের আহামাদ নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতকে আজ দুপুরে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল সোমবার রাতে ধামরাইয়ের খরারচড় থেকে অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে ধামরাই থানা-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

ওসি মনিরুল ইসলাম জানান, ভুক্তভোগী ওই শিশু ধামরাইয়ের একটি মাদ্রাসার ছাত্রাবাসে থেকে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত। প্রতিদিনের মতো রোববার দিবাগত রাতে ওই শিশু শিক্ষার্থী রাতের খাবার খাওয়ার পর ছাত্রাবাসে ঘুমিয়ে পড়ে। পরে অভিযুক্ত শিক্ষক জুবায়ের আহামাদ শিশুটিকে তার কক্ষে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করে।

পরের দিন শিশুটি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত জানালে শিশুর মা বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাতে ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।