Image description

ভারতের জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’র ১২তম সিজনের বিজয়ী পবনদীপ ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। সোমবার (৫ মে) ভোররাত ৩টা ৪০ মিনিটে আহমেদাবাদে এ দুর্ঘটনা ঘটে। খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নাল।

জানা যায়, দুর্ঘটনার পর পবনদীপকে তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তার চিকিৎসা শুরু করেন। এরই মধ্যে হাসপাতাল থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, পবনদীপের পরনের কাপড় কেটে ফেলা হচ্ছে এবং তার বাঁ পায়ে ব্যান্ডেজ করা হচ্ছে। তিনি অনেকটা অচেতন অবস্থায় রয়েছেন এবং তার বাঁ হাতে ক্যানোলা লাগানো রয়েছে।

তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।