Image description

টালিউড অভিনেত্রী শতাব্দী রায়। নব্বইয়ের দশকে বাণিজ্যিক বাংলা ছবির অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি। পরে হঠাৎ করেই অভিনয় থেকে দূরে সরে যান। যোগ দেন রাজনীতিতে। এখন তিনি বীরভূমের সাংসদ। দীর্ঘ একযুগেরও বেশি সময় পর ‘বাৎসরিক’ সিনেমা দিয়ে আবার অভিনয়ে ফিরলেন শতাব্দী।

অভিনয়ে ফিরে দেখলেন ইন্ডাস্ট্রির পরিবর্তন। বিশেষ করে প্রযুক্তি বদলে দিয়ে ইন্ডাস্ট্রির পুরো চেহারা। তবে এই প্রজন্মের সঙ্গে কাজ করে খুশি এই সাংসদ-অভিনেত্রী। 

দীর্ঘ দিন পর ফিরে আনন্দবাজার অনলাইনকে শতাব্দী রায় বলেন, ‘সব কিছুরই ধারা বদলে গেছে। প্রযুক্তির কারণে পাল্টে গেছে অনেক কিছু। মানুষের মধ্যেও বদল এসেছে। কাজ করার পদ্ধতিও আগের মতো নেই। তাই ভয়ে ভয়ে ছিলাম, কতটা মানিয়ে নিতে পারব। দুই-তিনটি ক্যামেরায় কাজ করায় অভ্যস্ত নই। তার পরেও বলব, কাজ করে ভাল লেগেছে। লম্বা বিরতির পর কাজে ফেরা মানে তাজা মন নিয়ে কাজে নামা। যেন নতুন করে ফিরলাম। কেমন কাজ করলাম সেটা দর্শকের উপরে ছেড়ে দিলাম।

রাজনীতিতে নাকি বিনোদন- কোন জগতে বেশি অভিনয় করতে হয় এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “অভিনয় করতেই হবে, ‘এমন কোনও বাধ্যবাধকতা নেই। যারা মনে করেন অভিনয় করবেন তারা করেন। রাজনীতি বা বিনোদন দুনিয়ার বাইরের অনেকেও তো অভিনয় করেন। সম্পর্কে অভিনয় করেন। বাঁচার তাগিদে, ঠকানোর তাগিদে, ভাল থাকার তাগিদে, কাউকে খারাপ রাখার তাগিদে অভিনয় করেন। শুধু রাজনীতি বা বিনোদন দুনিয়ার মানুষদের কাঠগড়ায় দাঁড় করাবেন না। রোজই আমাদের কোনও না কোনও কারণে অভিনয় করতেই হয়।’