
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসকের দেরিতে আসার জের ধরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের বিরুদ্ধে অভিযোগ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এই ঘটনা ঘটে।
জরুরি বিভাগে কর্মরত স্বাস্থ্যকর্মীরা জানান, শাহিনুর রহমান নামে এক রোগী সকালে জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার পর হাসপাতালের সাধারণ ওয়ার্ডে ভর্তি হন। সেখানে কর্তব্যরত চিকিৎসককে না পেয়ে রোগীর আত্মীয়-স্বজনরা উত্তেজিত হয়ে পড়েন। পরবর্তীতে তারা পুনরায় জরুরি বিভাগে এসে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, একপর্যায়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি জরুরি বিভাগের কর্মীদের ওপর হামলা চালান এবং ব্যাপক ভাঙচুর করেন। এই হামলায় ঢাকা থেকে আগত এক চিকিৎসক আহত হয়েছেন বলে জানা গেছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ফয়সাল আহমেদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সোহেল আহমেদ মানিকের নেতৃত্বেই জরুরি বিভাগে হামলা চালানো হয়েছে। হামলায় ঢাকা থেকে আসা একজন চিকিৎসক আহত হয়েছেন।’
তবে, অভিযোগ অস্বীকার করেছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক। তিনি দাবি করেন, ‘যথাযথ চিকিৎসা না পেয়ে একজন মুমূর্ষু রোগীর স্বজনরা ক্ষুব্ধ হয়ে হামলা চালিয়েছে। আমি ওই হামলার সাথে কোনোভাবেই জড়িত নই।’
এই বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামিনুল হক জানান, দুপুর আড়াইটা পর্যন্ত এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তিনি আরও বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Comments